বিশ্বসেরা গবেষকদের তালিকায় (২০২৩) স্থান পেয়েছেন সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান বুলবুল আহমেদ। সম্প্রতি অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের আরও সাতজন স্থান পেয়েছেন।
সোনারগাঁও ইউনিভার্সিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এডি সায়েন্টিফিক ইনডেক্সের ২০২২ সালের অক্টোবরের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বসেরা গবেষকদের তালিকায় বিভিন্ন দেশের ১১ লাখের বেশি গবেষক স্থান পেয়েছেন। যেখানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণাপ্রতিষ্ঠান ও গবেষণা–সংশ্লিষ্ট ৪ হাজার ৬৯০ জনের নাম আছে।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। বুলবুল আহমেদ গবেষকদের সম্মানিত তালিকায় সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত তিনবার স্থান পান।
বুলবুল আহমেদ ২০০৭ সাল থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এখন পর্যন্ত দেশে ও বিদেশে তাঁর ১৮টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ই-কমার্স, স্পিস রিকগনিশন, ব্লক চেইন ও গ্রিন আইওটি।