পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কানকাটা সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের তেঁতুলিয়া মডেল থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আজ শনিবার বিকেলে বিজিবির শারিয়ালজোত বিওপির নায়েব সুবেদার সৈবুর রহমান বাদী হয়ে তেঁতুলিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠায় পুলিশ।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তেঁতুলিয়া সদর ইউনিয়নের কানকাট সীমান্ত এলাকার ৪৩৭ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারসংলগ্ন এলাকা থেকে ওই চারজনকে আটক করে বিজিবি। তাঁরা হলেন তেঁতুলিয়া সদরের কানকাটা এলাকার জামাল হোসেন (৫০), মো. ফরিদ (২৮), আজিজনগর-ডাঙ্গাপাড়া এলাকার ইউসুফ আলী (৩২) ও জুয়েল রানা (৩০)।
বিজিবি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে বিজিবির শারিয়ালজোত বিওপির সদস্যরা কানকাটা সীমান্ত এলাকার ৪৩৭ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলার এলাকায় টহল দিচ্ছিলেন। রাত ৩টা ১০ মিনিটে বিজিবির সদস্যরা বিএসএফ সদস্যদের গুলি ছোড়ার শব্দ পান। শব্দ শুনে তাঁরা শূন্যরেখার দিকে এগিয়ে গেলে কানকাটা এলাকাসংলগ্ন সীমান্তঘেঁষা বেরং নদের পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার দিক থেকে ১৩ থেকে ১৪ ব্যক্তিকে দৌড়ে বাংলাদেশের ভূখণ্ডের দিকে আসতে দেখেন। এ সময় বিজিবি ধাওয়া করে চারজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় প্রায় ১০ জন ঘটনাস্থল থেকে বাংলাদেশের ভেতরে পালিয়ে যান।
আটক ব্যক্তিরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ গুলি করলে তাঁরা পালিয়ে আসেন। এ সময় আটক চারজনের শরীর তল্লাশি করে কাঁটাতারের বেড়া কাটার হাইড্রোলিক কাটার ও চাকু জব্দ করে বিজিবি।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী প্রথম আলোকে বলেন, সীমান্তে আটক চার ব্যক্তিকে থানায় হস্তান্তরের পর বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।