আসিফ নজরুল
আসিফ নজরুল

দুই বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা নিয়ে অভিমত

উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে

আপনারা যে ‘মব জাস্টিসের’ ঘটনা দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। তিনজনকে (পরে আরও তিনজন) গ্রেপ্তার করা হয়েছে।

এ ধরনের ঘটনা এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তত রকম পদক্ষেপ নেব। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে কোনো ‘মব জাস্টিস’ (উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার), আইন নিজের হাতে তুলে নেওয়া, গণপিটুনি—এগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না।

বিচার–বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণ করা হবে না। এগুলো ঘটলে সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এবং আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।

* [গতকাল রাতে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘মব জাস্টিস’ বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্য]