ফারুক-ই-আজম
ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা

ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ফারুক-ই-আজম ছিলেন একজন নৌ কমান্ডো। তিনি নতুন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।

 চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণকারী ফারুক-ই-আজম ‘অপারেশন জ্যাকপট’-এর একজন সাব-কমান্ডার ছিলেন, যেটি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলোর একটি। 

১৯৭১ সালের ১৬ আগস্ট বন্দরে আক্রমণ করার জন্য তিনটি দল নির্বাচন করা হয়েছিল। একটি দল চট্টগ্রামে পৌঁছাতে পারেনি, তবে ৩৭ সদস্যবিশিষ্ট অন্য দুটি দল আক্রমণে অংশ নেয়, যার অধিনায়ক ছিলেন এডব্লিউ চৌধুরী। ১৯৭১ সালে ফারুক-ই-আজম তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ করেন এবং মুক্তিযুদ্ধের শুরুতে খুলনায় ছিলেন।

অনেক বাধা অতিক্রম করে চট্টগ্রামে পৌঁছান তিনি। ৬ মে তিনি সীমান্ত পেরিয়ে ভারতের হরিণা যুব ক্যাম্পে আশ্রয় নেন। সেখানে অবস্থানকালে তিনি নৌবাহিনীতে ভর্তি হন। পলাশীতে দুই মাস প্রশিক্ষণের পর তাঁকে ‘অপারেশন জ্যাকপট’-এর জন্য নির্বাচিত করা হয়।

ফারুক-ই-আজম ১৯৮৯ সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন।