দেশের নদ-নদীর তালিকা প্রকাশ করল জাতীয় নদী রক্ষা কমিশন। কমিশনের তথ্যমতে, দেশে নদ-নদী সংখ্যা ১ হাজার ৮টি। তবে এই হিসাব চূড়ান্ত নয়।
আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ বিষয়ক সেমিনারে এই তালিকা প্রকাশ করা হয়।
আজ ‘বিশ্ব নদী দিবস’। দিবসটি উপলক্ষে জাতীয় নদী রক্ষা কমিশন এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে জানানো হয়, দেশের দীর্ঘতম নদী পদ্মা। নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।