আগামীকাল শুক্রবার রাজধানীতে ছাত্রলীগের সমাবেশে না গেলে হল ছেড়ে চলে যেতে নেতা–কর্মীদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি অডিও বার্তার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আবাসিক আলাওল এবং এ এফ রহমান হলে থাকা নেতা–কর্মীদের এ নির্দেশনা দেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অডিওটি ফেসবুকে ভাইরাল হয়। অনেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে এ অডিও শেয়ার করছেন।
মোহাম্মদ ইলিয়াছ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। তিনি বিশ্ববিদ্যালয়ে ২০১০–১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এ এফ রহমান হল ও আলাওল হল তাঁর নিয়ন্ত্রণে। নিয়ম মেনে সর্বশেষ ২০১৭ সালের জুনে হলগুলোতে আসন বরাদ্দ দিয়েছিল কর্তৃপক্ষ। এর পর থেকে হলে কে উঠবে কে থাকবে—এসব নিয়ন্ত্রণ ছাত্রলীগই করছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছ, তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না।
তোমাদের ফরম ফিলাপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা আগামীকাল (আজ বৃহস্পতিবার) রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’
মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সকলের জন্য বাধ্যতামূলক। তোমাদেরকে অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা–খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’
অডিও বক্তব্য মোহাম্মদ ইলিয়াছ নিজের বলে স্বীকার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, তিনি সাধারণ শিক্ষার্থীদের এ নির্দেশনা দেননি। তাঁর নেতা–কর্মীদের এ নির্দেশনা দিয়েছেন। এসব নেতা–কর্মী ছাত্রলীগের রাজনীতিতে থাকার কারণে বিভিন্ন ধরনের সুযোগ–সুবিধা ভোগ করে।’