স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ গুরুত্বপূর্ণ ছয়টি মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল করেছে সরকার। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রশাসনে এটাই সবচেয়ে বড় রদবদল। এ ছাড়া একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সরকারি একটি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে এসব পরিবর্তনের কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব করা হয়েছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মশিউর রহমানকে। সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে। স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে।
অন্যদিকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সরকারি–বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুশফিকুর রহমানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে।
আলাদা একটি প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারি–বেসরকারি অংশীদারি কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) করা হয়েছে।