সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ রোববার, সপ্তাহের প্রথম কর্মদিবস। আজ চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে। এ নিয়ে আজ একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফেরার কয়েক দিনের মাথায় আবার বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ খবর অনেকেই পড়েছেন। এসবের বাইরে আজ অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন: কেন্দ্রে শুধু নৌকার এজেন্ট, অন্যদের দেখা নেই

চট্টগ্রাম নগরের লালখান বাজারের জামাআতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র। ৩০ জুলাই
ছবি: প্রণব বল

সকাল সাড়ে ১০টায় এই কেন্দ্র পরিদর্শনে আসেন তৃণমূল বিএনপির প্রার্থী দীপক কুমার পালিত। কেন্দ্রে এজেন্ট না থাকার বিষয়ে তিনি বলেন, এজেন্ট তো থাকার কথা। বিস্তারিত পড়ুন...

কয়লাসংকটে আবার রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

কয়লাভিত্তিক বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। সম্প্রতি তোলা

আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, কয়লাসংকটের কারণে রাত সাড়ে তিনটায় কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। কয়লা আমদানির জন্য সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত পড়ুন...

ইলিশ এ বছর কেমন হবে

ইলিশ মাছ

মাছ কেমন হবে—সেই ‘কঠিন’ প্রশ্নের কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা অবশ্য করেছেন গবেষকেরা। তাঁরা মনে করছেন, এবার ইলিশের উৎপাদন ভালো হবে। মাছ কেমন হবে, তা বোঝার জন্য কিছু নির্ণায়ক আছে। বিস্তারিত পড়ুন...

ডলারের তেজ কি শেষ পর্যন্ত কমে আসছে

মার্কিন ডলার

ডলারের দাম কমলে সোনা বেচাকেনায় তা প্রভাব রাখবে। চলতি বছরে সোনার দাম বেড়েছে ৬ শতাংশ। এর মূল কারণ ট্রেজারি বিল থেকে আয় কমেছে, আর ডলারের দামও কমেছে।  বিস্তারিত পড়ুন...

শাকিবের ব্যাপারে অপুর আচরণ বদলে যাওয়ার কারণ কী

শাকিব খান ও অপু বিশ্বাস

অপু বিশ্বাস বলেন, ‘প্রথমেই বলব, আমার সঙ্গে শাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না। এ জন্য শাকিবকে দায়ীও করব না। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম। আরও পড়ুন...