বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়ি বাংলাদেশে

ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়ির উন্মোচন করা হয়
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো বিএমডব্লিউ সেভেন সিরিজের ফ্লাগশিপ গাড়ির মডেল—সেভেন থার্টি ফাইভ আই আনা হয়েছে। দেশে বিএমডব্লিউ গাড়ির একমাত্র ডিলার মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের সহযোগী প্রতিষ্ঠান এক্সিকিউটিভ মটরস লিমিটেড।

গতকাল শনিবার ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই গাড়ির উন্মোচন করা হয়। গাড়ি চালনায় নতুন অভিজ্ঞতা আনতে সেভেন থার্টি ফাইভ আই মডেলের গাড়িতে ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়ে ‘সর্বাধুনিক প্রযুক্তির’ সমন্বয় ঘটানো হয়েছে, যা অনেকটা নিজস্ব প্রিমিয়াম লাউঞ্জের মতো অভিজ্ঞতা দিতে সক্ষম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে এক্সিকিউটিভ মটরস লিমিটেড ও মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের ডিরেক্টর অপারেশনস আশিক উন নবী বলেন, বিলাসবহুল সেডান গাড়িটি যাত্রাপথে শ্রেষ্ঠত্বের প্রতীক, যা অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে অতুলনীয় আরামদায়কব্যবস্থা এবং অবিশ্বাস্য কর্মক্ষমতাকে প্রতিষ্ঠিত করে। তিনি আরও বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে সম্পূর্ণ নতুন এই গাড়ি বাংলাদেশের অটোমোটিভ বাজারে বিলাসিতা ও ড্রাইভিং আনন্দের মানকে নতুন করে সংজ্ঞায়িত করবে।’