চট্টগ্রাম নগরে রমজানের প্রথম দিনেই খুচরা পর্যায়ে কাঁচা মরিচের দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ টাকার আশপাশে বিক্রি হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও চকবাজার এলাকার বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা দরে। অথচ একই কাঁচা মরিচ পাইকারি পর্যায়ে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শুধু কাঁচা মরিচ নয়, শসা, গাজর, বেগুন ও লেবুর ক্ষেত্রেও দেখা গেছে, খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে এ সব পণ্যের দাম। ক্রেতারা বলছেন, রমজানকে ঘিরে বাড়তি এই দাম চাওয়া হচ্ছে।
বাজার ঘুরে দেখা গেল, প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। গত শুক্রবার শসা বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি গাজর আজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
চকবাজার এলাকায় বাজার করতে আসা ক্রেতা মোহাম্মদ ইব্রাহীম বলেন, মাঝারি আকারের একটি লেবু ২০ টাকা চাওয়া হচ্ছে। ৩-৪ দিন আগেও ৪০ টাকা করে নেওয়া শসা আজ চাওয়া হচ্ছে ৬০ টাকা। রোজার মাসেও মানুষ একটু শান্তিতে বাজার করতে পারছে না।
রমজানে শসা, বেগুন আর গাজরের চাহিদা বাড়ে। কিছু অসাধু খুচরা ব্যবসায়ী বেশি মুনাফার আশায় বাড়তি দাম নিচ্ছেনফারুক শিবলী, রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক
বাজারে আকারভেদে প্রতি কেজি বেগুন কিনতে হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। অথচ তিন দিন আগেও বাজারে প্রতি কেজি বেগুন ৫০ টাকার আশপাশে পাওয়া গেছে। আর প্রতি জোড়া মাঝারি আকারের লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। দুই দিন আগেও তা ছিল ১৫ থেকে ২০ টাকা।
এদিকে নগরের রিয়াজউদ্দিন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, পাইকারি বাজারে আজ শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। অন্যদিকে মানভেদে শসা ৩৫ থেকে ৪০ টাকা, গাজর ২৫ থেকে ৩০ টাকা, আকারভেদে বেগুন ২৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর মাঝারি আকারের লেবু বিক্রি হয়েছে প্রতিটি ৮ থেকে ১০ টাকায়। অর্থাৎ, পাইকারি বাজারের চেয়ে দ্বিগুণ দামে খুচরা বাজারে সবজি বিক্রি হচ্ছে।
রিয়াজউদ্দিন বাজার আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ফারুক শিবলী প্রথম আলোকে বলেন, রমজানে শসা, বেগুন আর গাজরের চাহিদা বাড়ে। কিছু অসাধু খুচরা ব্যবসায়ী বেশি মুনাফার আশায় বাড়তি দাম নিচ্ছেন। পাইকারি পর্যায়ে পর্যাপ্ত সরবরাহ আছে সব সবজির। রিয়াজউদ্দিন বাজারে খুচরা পর্যায়েও দাম স্বাভাবিক আছে বলে উল্লেখ করেন তিনি।