শুভ সকাল। আজ ১১ জুন, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ভারতের কলকাতার ফ্ল্যাটে খুন করার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের ওপর চেতনানাশক প্রয়োগ করা হয়। এরপর তাঁকে বালিশচাপা দেওয়া হয়। পরে তাঁর পোশাক খুলে ছবি তোলেন খুনিরা। সেই ছবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হয় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুর ফোনে। বিস্তারিত পড়ুন...
বর্তমান সরকারের কর্তৃত্ববাদী শাসনের কথা আমরা বলে থাকি। এর মধ্যেও জনগণের দাবিতে সরকার অল্প কিছু ক্ষেত্রে তার অবস্থান পরিবর্তন করেছিল। যেমন সড়ক আইনের কিছু সংস্কার হয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট আদায় বাতিল হয়েছিল এবং সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করা হয়েছিল। বিস্তারিত পড়ুন...
শেষ বলেও ৬ লাগে। তাসকিন নিতে পারলেন মাত্র ১ রান। নিউইয়র্কের গ্যালারি তখন স্তব্ধ। দক্ষিণ আফ্রিকা ৪ রানে জিতেছে। একটু এদিক-ওদিক হলেই যে ম্যাচে বাংলাদেশ জিতে যায়। কম রানের ম্যাচও কেমন উপভোগ্য হতে পারে, কেমন স্নায়ুক্ষয়ী—বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ এর একটা উদাহরণ হয়ে এসেছিল। এটি বোধ হয় সেটিকেই ছাড়িয়ে গিয়ে লো-স্কোরিং থ্রিলারের আদর্শ এক উদাহরণ হয়ে থাকবে। বিস্তারিত পড়ুন...
কালো বোরকায় ঢাকা একজন নারী। শুধু মুখটুকু খোলা। তাঁর নাম উম্মে হুদাইফা। ইসলামিক স্টেটের (আইএস) সাবেক প্রধান আবু বকর আল-বাগদাদির বিধবা স্ত্রী তিনি। ইরাকের রাজধানী বাগদাদের একটি কারাগারে বন্দী আছেন হুদাইফা। সেখানে নির্জন কোণে বসে বিবিসিকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এই নারী। জানিয়েছেন নিজের গল্প, স্বামী-সন্তান-সংসারের গল্প। উঠে এসেছে আইএসের বিভিন্ন কার্যক্রমের কথাও।
বিস্তারিত পড়ুন...
মঞ্চে গানটি গাইতে গিয়ে যেন খেই হারালেন ফারিণ। যেই গান প্রচারের পর আলোচনায় এসেছিলেন, মঞ্চে সেই গান বেসুরো গাওয়ার কারণে সমালোচনার মুখে পড়লেন। রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন। সম্প্রতি লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়াম মঞ্চে গান গেয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...