চট্টগ্রাম নগরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন শ্রমিক।
আজ শুক্রবার বিকেলে নগরের আকবর শাহ থানার বেলতলি এলাকায় পাহাড় কাটার সময় ধসের এই ঘটনা ঘটে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের স্টেশন অফিসার এনামুল হক জানান, একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
খোকা (৪৫) নামের ওই শ্রমিককে চট্টগ্রাম মেডিকেলে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম এ তথ্য জানিয়েছেন।