চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সন্ত্রাসবিরোধী মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শেষ হয়। মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের আমলে চুয়েটের কিছু উগ্র শিক্ষার্থী ক্যাম্পাসে র্যাগিং, মারামারি, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের সাবধান করার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী মিছিলের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়েট শাখার সমন্বয়ক ও পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজার রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নামে যারা চুয়েট ক্যাম্পাসে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, মাদকের কারবার করেছে এবং ক্যাম্পাসে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, আমরা তাদের দ্রুত বিচার চাই। যারা লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে স্বৈরাচার সরকার প্রতিষ্ঠায় সহায়তা করেছিল, ক্যাম্পাসে তাদের অবাধ ঘোরাঘুরি সাধারণ শিক্ষার্থীদের আতঙ্কিত করে। তাই আমরা এসব ঘটনার প্রতিবাদ ও তাদের সাবধান করতে মিছিলের আয়োজন করেছি।’
মাহফুজার আরও বলেন, ‘বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে যারা জড়িত, তাদের শাস্তির আওতায় আনতে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। প্রশাসন দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে আমরা যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’
যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী সুলতান হোসেন বলেন, ‘বিভিন্ন সময় ছাত্রলীগের নেতা ও তাদের সহযোগীরা ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের আক্রমণ করেছে। বিগত সরকারের সময়ে পুরো ক্যাম্পাসে ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল তারা। কেউ অন্যায়ের প্রতিবাদ করলেই তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তারা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিল। আমরা দ্রুত এসব সন্ত্রাসীর বিচার চাই।’