ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ আন্দোলনকারীদের

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষের পর ওয়াসা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছে আন্দোলনকারীদের একটি অংশ। আজ রোববার বেলা ১টার দিকে আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে অবস্থান নিতে শুরু করেন।

শিক্ষার্থীসহ আন্দোলনকারীরা ওয়াসা মোড়ে অবস্থান নেওয়ার পর থেকেই নানা ধরনের স্লোগান দিতে থাকেন। বিকেল চারটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আন্দোলনকারীদের ওই স্থানে অবস্থান করতে দেখা গেছে। ওয়াসা মোড়ে সিটি করপোরেশনের একটি আবর্জনা পরিবহনের গাড়ি কাচ ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওয়াসা মোড়ে অবস্থানকালে বেলা দুইটার দিকে পাশের পল্টন রোডে আন্দোলনকারীদের সঙ্গে ২০ থেকে ২৫ জন যুবকের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুজন আহত হন। আন্দোলনকারীরা জানান, বিক্ষোভকারীদের একজন পল্টন রোডের একটি চায়ের দোকানে গেলে ওই এলাকায় অবস্থানরত ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে তাঁরা ধাওয়া দিয়ে ওই বিক্ষোভকারীকে উদ্ধার করেছেন। এদিকে পল্টন রোড থেকে আবারও মোড়ে ফেরার সময় ওয়াসা ভবনে ইটপাটকেল ছোড়েন আন্দোলনকারীরা। পরে আবারও তাঁরা ওয়াসা মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা বলেন, নিউমার্কেট এলাকায় তাঁদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশ যৌথভাবে হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তাঁদের আন্দোলন দমানো যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে ওয়াসা মোড়ের অদূরে ইস্পাহানি মোড় ও কাজীর দেউড়ি মোড়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের। তবে বিক্ষোভকারী ও ছাত্রলীগ-যুবলীগের অবস্থানের মাঝামাঝি স্থানে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।