জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের ট্রাফিক কমে গেছে বাংলাদেশে। আজ রোববার বিকেলের পর থেকে টিকটকে ঢুকতে সমস্যা হচ্ছে বলে বেশ কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোও জানিয়েছে, তারা টিকটকের ব্যবহার কম দেখতে পাচ্ছেন।
বাংলাদেশে টিকটকের অপব্যবহার নিয়ে কথা বলে আসছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত জুন মাসে তিনি বলেছিলেন, টিকটক একটি নতুন রোগ।
টিকটক বাংলাদেশে বন্ধ বা নিয়ন্ত্রণ করা হয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী মোস্তাফা জব্বার আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘আমরা কিছু করিনি।’
রাকিব উদ্দিন নামে একজন টিকটক ব্যবহারকারী প্রথম আলোকে বলেন, তিনি সন্ধ্যার পর থেকে টিকটকে ঢুকতে গিয়ে সমস্যায় পড়ছেন। কনটেন্টের ছবি ও ব্যবহারকারীদের প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে না। আরেক ব্যবহারকারী বলেছেন, তিনি দুপুরের পর একটি ভিডিও আপলোড করতে গিয়ে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে আইআইজি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, বিকেলের পর থেকে তাঁরা টিকটকের ট্রাফিক অনেক কম দেখতে পাচ্ছেন। তিনি জানান, প্রতি সেকেন্ডে টিকটকে যেখানে ৫০ জিবির ওপরে ব্যান্ডউইডথ যেত, তা বিকেলের পর একেবারে শূন্য দেখা যায়।
আইআইজি ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ প্রথম আলোকে জানান, তাঁরাও টিকটকের ট্রাফিক কম পাচ্ছেন। তবে টিকটক বন্ধ বা এ বিষয়ে কোনো নিয়ন্ত্রক সংস্থা থেকে কোনো ধরনের নির্দেশনা এখনো পাননি।