হাইকোর্ট ভবন
হাইকোর্ট ভবন

রাষ্ট্রপতি পদে নির্বাচন

রিভিউ খারিজ, আবেদনকারীকে দিতে হবে খরচার লাখ টাকা

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে আপিল বিভাগের দেওয়া আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে আবেদনকারীকে এই মামলা পরিচালনার খরচ হিসেবে এক লাখ টাকা দেওয়ার আদেশও বহাল রাখা হয়েছে।

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করে। ইসির প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে একটি রিট করেন আইনজীবী এম এ আজিজ খান। শুনানি শেষে গত ১৫ মার্চ হাইকোর্ট সরাসরি রিটটি খারিজ করে আদেশ দেন।

গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নেন। একই দিন হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। এরপর হাইকোর্টের আদেশ এবং গত ১৩ ফেব্রুয়ারি ইসির প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে গত মে মাসে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আইনজীবী এম এ আজিজ খান। ১৮ মে লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। একই সঙ্গে লিভ টু আপিলকারীকে খরচা হিসেবে এক লাখ টাকা দিতে বলা হয়।

আপিল বিভাগের ওই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেন আইনজীবী এম এ আজিজ খান, যার ওপর আজ আপিল বিভাগে শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

পরে সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, রিভিউ আবেদন খারিজ করে দিয়ে আপিল বিভাগ আবেদনকারীকে এক লাখ টাকা খরচা দেওয়ার আদেশ বহাল রেখেছেন।