ডাইনিং রুমকে সাজাতে কিছু ফার্নিচার রাখা যেতে পারে
ডাইনিং রুমকে সাজাতে কিছু ফার্নিচার রাখা যেতে পারে

হাতিল ফার্নিচার মানেই সুরুচির প্রতীক

একটি সুন্দর বাসা ও সাজানো-গোছানো ঘরের স্বপ্ন সবাই দেখেন। পছন্দের বাসাটির ইন্টেরিয়র ডিজাইন কী হবে, কী কী আসবাব লাগবে বাসাটি সাজাতে, এসব নিয়ে ভাবনার শেষ থাকে না। যেহেতু আবাস ও আসবাবের মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে, তাই একটিকে ছাড়া অন্যটি চিন্তাই করা যায় না।

বাংলাদেশে আসবাবের জনপ্রিয় ব্র্যান্ড হাতিল সব সময় আধুনিক ডিজাইনের আসবাব গ্রাহকদের জন্য নিয়ে আসে। ঘরে হাতিলের আসবাব থাকলে কখনো মনে হয় না যে ঘরে থাকা বেড বা সোফাটি দেখতে সেকেলে লাগছে। ব্র্যান্ডটির আধুনিক ডিজাইন ও নান্দনিক কারুকাজের সব আসবাব সহজেই মানিয়ে যায় যেকোনো ঘরে। সাধারণত যখন কেউ নতুন ঘর বা বাড়ি আসবাব দিয়ে সাজানোর চিন্তা করেন, তখন তিনি বেডরুম, লিভিং রুম ও ডাইনিং রুমকেই শুরুতে প্রাধান্য দিয়ে থাকেন।

ক্লান্তিময় একটি দিনের শেষে মানুষের বিশ্রামের জায়গা শোবার ঘর। হাসি-কান্না, ক্লান্তি কিংবা একান্ত কিছু মুহূর্ত কাটানোর জন্য একমাত্র প্রিয় জায়গা হচ্ছে এটি। সাধারণত বেডরুম সেটের আসবাব বলতে আমরা বুঝি শোবার ঘরে বেড থাকার পাশাপাশি বেডসাইড টেবিল, ওয়ার্ডরোব ও ড্রেসিং টেবিল থাকবে। সে ক্ষেত্রে বেডরুম সাজানোর জন্য যদি একই ডিজাইনের সম্পূর্ণ বেড সেটের ব্যবস্থা করা যায়, তবে তা দেখতে যেমন মানাবে, তেমনি ঘরে ভিন্নমাত্রাও যোগ করবে।

অতিথি বাসায় বেড়াতে এলে প্রথমে বসার ঘরে বসেন। আর ঘরটি সাজানো-গোছানো থাকলে এ নিয়ে প্রশংসা শুনতে কার না ভালো লাগে! যখন কেউ আসবাবের রুচির প্রশংসা করেন, তখন আনন্দ হয়ে ওঠে সীমাহীন। তবে এই বসার ঘরটি সাজাতে কিন্তু খুব বেশি ফার্নিচারের প্রয়োজন হয় না। একটি ছিমছাম সোফা, সেন্টার টেবিল ও ওপেন শেলফই যথেষ্ট। আর এর সঙ্গে দেয়ালে থাকা চাই সুন্দর কিছু ওয়াল পেইন্টিং।

বসার ঘরটি সাজাতে কিন্তু খুব বেশি ফার্নিচারের প্রয়োজন হয় না

ব্যস্ত দিনগুলোয় পরিবারের সঙ্গে দেখা হয় শুধু রাতের খাবারের সময়ই। ডাইনিং রুমে সবাই একসঙ্গে হয়। সারা দিনের জমে থাকা গল্প বা কথা, মজাদার খাবার, এমনকি মাঝেমধ্যে খুবই গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা, সবকিছু মিলিয়ে এখানে কত–না সুন্দর মুহূর্ত তৈরি হয়। এই রুমের গুরুত্ব অন্যান্য রুমের তুলনায় কোনো অংশে কম নয়। তাই ডাইনিং রুমকে সাজাতে আপনি যেসব ফার্নিচার রাখতে পারেন তালিকায়, সেগুলো হচ্ছে ডাইনিং সেট, মিনি ক্যাবিনেট, ডিনার ওয়াগন বা শোকেস। এ তিনটি আইটেম দিয়ে একটি ডাইনিং রুমকে সাজিয়ে ফেলা যায় মনের মতো করে।

বেডরুম সাজানোর জন্য একই ডিজাইনের সম্পূর্ণ বেড সেটের ব্যবস্থা করলে ঘরে ভিন্নমাত্রা যোগ করবে

প্রত্যেক মানুষের রুচিবোধ ও ব্যক্তিত্বের ছাপ পাওয়া যায় তাঁর বসবাসের স্থান দেখেই। আর এ কারণেই সবাই চান ঘরে থাকা জিনিসগুলো যেন হয় তাঁর মনের মতো। আসবাব যেহেতু ঘর সাজানোর অন্যতম একটি উপকরণ, তাই আপনার ঘর সাজাতে পারেন নান্দনিক ও আধুনিক ডিজাইনের হাতিল ফার্নিচার দিয়েই।