বাংলাদেশ থেকে অবৈধভাবে ‘ক্রিপ্টোকারেন্সিতে’ লেনদেন ঠেকাতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার, তার সব ধরনের ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে। অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণা এবং অবৈধ ও যাচাইবিহীন আর্থিক লেনদেনসংক্রান্ত বিষয়ে মঙ্গলবার অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভা শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেছেন।
সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মোস্তাফা জব্বারের সভাপতিত্বে এই সভা হয়। সাংবাদিকের প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, অনলাইন নিরাপত্তা অথবা সাইবার জগতের নিরাপত্তা, প্রতারণা প্রতিরোধ, ব্যাংক ঘিরে অপপ্রচার প্রতিরোধের কাজে যুক্তদের মধ্যে সমন্বয়ের কিছুটা অভাব আছে।
এ ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করা গেছে জানিয়ে মন্ত্রী বলেন, চিহ্নিত করা সমস্যাগুলো কীভাবে সমাধান করা যাবে, তার একটি পথনির্দেশিকাও তৈরি করা গেছে। এ নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের কাছে মনে হয়েছে ডিজিটাল জগৎ এত বিশাল এবং এখানে কাজ করার এত ক্ষেত্র আছে, কেউ বিচ্ছিন্নভাবে অথবা এককভাবে তা সম্পূর্ণ সমাধান করতে পারেন না। ফলে সবার সমন্বিতভাবে কাজ করা দরকার।
মোস্তাফা জব্বার বলেন, ‘শুনলে খুশি হবেন, আমরা সবাই একমত হয়েছি, আমাদের সমাধান আমরাই করতে পারব। যে অবস্থা হয়েছে এবং ভবিষ্যতে যা হবে, তা মোকাবিলার সক্ষমতা বাংলাদেশের আছে।’
লন্ডনে অবস্থানরত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে সরাতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আদালতের নির্দেশের অনুলিপি হাতে পাওয়ার পর থেকে তাঁদের যেটুকু ক্ষমতা আছে, সেটুকু কাজে লাগাবেন।