সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ পাঁচজনের দুর্নীতি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্রে জানা গেছে, গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ আসন থেকে চারবার নির্বাচিত হয়েছেন। তাঁর বিরুদ্ধে জমি জবরদখল করে নিজের কারখানা স্থাপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে সংস্থাটি। পাশাপাশি বিদেশে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করা হবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তিনি ১৯৮৫ ব্যাচে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০২৩ সালে অল্প কিছুদিনের জন্য মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন তিনি।
এদিকে বরগুনা-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ৫০০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুদক। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বরগুনায় সড়ক ও জনপথ বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডিসহ ঠিকাদারি সংশ্লিষ্ট দপ্তরে টেন্ডারবাজি, টিআর, কাবিখাসহ বিপুল সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তিন দশক ধরে জেলা আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন শম্ভু। বরগুনা-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
এ ছাড়া ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও বরিশাল–২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদারের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক।