ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন, গাড়ি পোড়ানোর সঙ্গে জড়িত যে কাউকে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
আজ সোমবার ডিএমপি সদর দপ্তরে পেট্রোলপাম্পের মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, হরতাল–অবরোধের সময় গাড়ি পোড়ানো ও আগুনের ঘটনায় জড়িত অনেককে হাতেনাতে আটক করা হয়েছে। যাঁরা ধরিয়ে দেবেন, তাঁদের পুরস্কৃত করা হবে।
এ সময় পেট্রোলপাম্পের মালিকদের কী নির্দেশনা দেওয়া হয়েছে, সে বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানতে চান সাংবাদিকেরা।
জবাবে হাবিবুর রহমান বলেন, গাড়ি ছাড়া কাউকে তেল না দেওয়ার জন্য বলা হয়েছে। যদি কোনো প্রতিষ্ঠানে তেলের প্রয়োজন হয়, সেটা পুলিশকে জানাতে হবে। পুলিশ যাচাই–বাছাই করে তারপর তেল দেবে। সংশ্লিষ্ট থানা–পুলিশের অনুমতি ছাড়া তেল দেওয়া হবে না।
ডিএমপি কমিশনার আরও বলেন, দুষ্কৃতকারীরা গাড়ি থেকেও তেল নিতে পারে। তবে তেলের সহজলভ্যতা বন্ধ করা গেলে নাশকতা ঠেকানো যাবে।