দুর্ঘটনার পর সড়কে পড়ে আছে সাইকেল। আজ বুধবার বেলা দেড়টায়
দুর্ঘটনার পর সড়কে পড়ে আছে সাইকেল। আজ বুধবার বেলা দেড়টায়

চট্টগ্রাম

পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই সাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের কর্ণফুলীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন দুই সাইকেল আরোহী। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর বাংলাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নওগাঁ জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের কামাল মণ্ডলের ছেলে চঞ্চল মণ্ডল (১৮) ও রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট পাগলা গ্রামের মোহাম্মদ আবদুল জলিলের ছেলে জাহিদুল ইসলাম (১৬)। তাঁরা দুজনই কর্ণফুলী উপজেলার ইছানগর গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে গেছে, তিনজন পাশাপাশি সাইকেল চালাচ্ছিলেন। এ সময় পণ্যবাহী একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং একজন আহত হয়েছেন। নিহত দুজন কয়েক দিন আগে চাকরির খোঁজে চট্টগ্রামের কর্ণফুলীতে আসেন। একটি গরুর খামারে তাঁদের চাকরির কথা পাকাপোক্ত হয়েছিল।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। চালককেও আটক করা সম্ভব হয়নি।