সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। সংকটকালে সিরিয়ার জনগণ ও তাদের সিদ্ধান্তের প্রতি অটুট সমর্থন জানাচ্ছে বাংলাদেশ। এর পাশাপাশি বাংলাদেশ দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ একই সঙ্গে সিরিয়ার অন্তর্বর্তী সরকারসহ সব পক্ষকে সংযম বজায় রেখে নিজেদের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান রেখে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশ তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে সিরিয়ার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইসরায়েলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। বাংলাদেশ বিশ্বাস করে এই পরিবর্তন সিরিয়ার জনগণের জন্য অন্তর্ভুক্তি, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধার নীতির ভিত্তিতে তাদের জাতিকে পুনর্নির্মাণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবনের সুরক্ষা, মানবিক নীতি সমুন্নত রাখা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা জোরদার করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। তবে বাইরে থেকে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা যেন সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান রেখে কর হয়, তা নিশ্চিত করাটা অপরিহার্য।
সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জাতি গঠনের প্রক্রিয়ায় যুক্ত হতে সে দেশের সব পক্ষের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে। বাংলাদেশ মনে করে ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার স্বার্থে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র এবং টেকসই শান্তির পথ নিশ্চিত করা অপরিহার্য।