চোখের লেন্সের দাম নির্ধারণ করে দিল ঔষধ প্রশাসন

ঔষধ প্রশাসন অধিদপ্তর
ঔষধ প্রশাসন অধিদপ্তর

চোখের কৃত্রিম লেন্সের দাম ঠিক করে দিয়ে মূল্যতালিকা প্রকাশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি সব হাসপাতালের নোটিশ বোর্ডে প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে ১২৯ পদের লেন্সের সর্বোচ্চ খুচরা দাম ঠিক করে দেওয়া হয়েছে। লেন্সগুলোর দাম ১৪৩ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ২৬ হাজার টাকা পর্যন্ত। এসব লেন্স থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, জার্মানি, বার্বাডোজ, হাঙ্গেরি ও গ্রিসে তৈরি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লেন্সের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) প্যাকেজে অন্তর্ভুক্ত না করার ব্যবস্থা নিতে হবে হাসপাতালগুলোকে। একই সঙ্গে রোগীকে লেন্সের নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদক দেশের নাম উল্লেখ করে ক্যাশমেমো দিতে হবে। ফ্যাকো সার্জারির পর রোগীকে লেন্সের প্যাকেট সরবরাহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে সব হাসপাতালকে বলা হয়েছে, চোখের লেন্সের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদক দেশ এবং সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ থাকতে হবে।