আইটেক এক্সপোর বিজয়ী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাব

আইটেক এক্সপো প্রতিযোগিতায় বিজয়ী দলের সঙ্গে অতিথিরা
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে অনুষ্ঠিত আইটেক এক্সপো প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব। ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ৪০টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। বিজয়ী দল ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।  

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের প্রকল্পটি ধোঁয়া বিশুদ্ধকরণ ব্যবস্থার উদ্ভাবন করেছে। এটি নিষ্কাশন থেকে বিষাক্ত পদার্থকে আলাদা করবে এবং যন্ত্রের ভেতরে জমা করে পরে পুনর্ব্যবহার উপযোগী করতে পারে।

বিজয়ী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের সদস্যরা হলেন মো. সালাউদ্দিন সাকিব, মো. আসাদ চৌধুরী ও মো. মিজানুর রহমান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাব সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।