অবরোধের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। ঢাকা, ২৩ নভেম্বর
অবরোধের সমর্থনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান। ঢাকা, ২৩ নভেম্বর

‘রাজনৈতিক দলগুলোর ঈমানের পরীক্ষা শুরু হয়েছে’

গণ অধিকার পরিষদের (রেজা কিবরিয়া) সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। তিনি বলেছেন, যারা ঈমানের এই পরীক্ষায় পাস করবে, তারা ইতিহাস হবে। আর যারা সরকারের সঙ্গে আঁতাত করবে, তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

অবরোধের সমর্থনে আজ বৃহস্পতিবার রাজধানীতে এক সমাবেশে ফারুক হাসান এসব কথা বলেন। সমাবেশের আগে রাজধানীর কালভার্ট রোড, নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বর্তমান সরকার নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে এমপি–মন্ত্রিত্বের প্রস্তাব দিচ্ছে অভিযোগ করে ফারুক হাসান বলেন, ‘গণ অধিকার পরিষদ এই সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না। যতই চাপ আসুক, যতই নির্যাতন আসুক। প্রয়োজনে কেরানীগঞ্জ কারাগারে যাব, তবু এই সরকারের ফাঁদে পা দেব না।’

গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাহবুব হোসেন বলেন, সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কেনাবেচা শুরু করেছে।

গণ অধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান, কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, মাহবুব জনি, শিরিন আকতার, ইসমাইল আহমেদ প্রমুখ।