কওমি মাদ্রাসার ছাত্রদের নির্বিচার জঙ্গি আখ্যায়িত করে গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হচ্ছে অভিযোগ করে তার নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান সোমবার এক বিবৃতিতে বলেছেন, আলেম–ওলামা ও ছাত্র–জনতাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার বন্ধ করতে হবে।
হেফাজতে ইসলামের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার সাইনবোর্ড থেকে হাতের লেখা প্রশিক্ষণ শেষে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা থেকে জামিয়া ইসলামিয়া পটিয়ার ছাত্র উজায়ের ও হামিমকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া লক্ষ্মীপুর থেকে নেয়ামতুল্লাহ নামের আরেক ছাত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তিন দিন পর এই ছাত্রদের কক্সবাজারে জঙ্গি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
তিন কওমি ছাত্রের মুক্তির দাবি জানিয়ে হেফাজতের শীর্ষ নেতারা বলেছেন, বাংলাদেশ সরকারের সর্বোচ্চ দায়িত্বশীল মহল থেকে একাধিকবার বলা হয়েছে যে জঙ্গিবাদের সঙ্গে মাদ্রাসাশিক্ষার্থীদের দূরতম সম্পর্কও নেই। অথচ ষড়যন্ত্রমূলকভাবে কওমি মাদ্রাসার ছাত্রদের টার্গেট করে জঙ্গিবাদের তকমা লাগানোর অপচেষ্টা চালাচ্ছে।