প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বড় বড় দল অংশ না নিলে নির্বাচন অবৈধ হয় না। তবে নির্বাচনের ন্যায্যতা, গ্রহণযোগ্যতা খর্ব হয়।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন যদি আরও অনেক বেশি অংশগ্রহণমূলক হতো, তাহলে তাঁরা খুবই খুশি হতেন। তাহলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো। তাঁরা চান নির্বাচন সর্বজনীন হোক। সামনে অনেকগুলো নির্বাচন, উপনির্বাচন আছে, সেগুলোকেও খাটো করে দেখার সুযোগ নেই।
সিইসি বলেন, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব শক্তিশালী না হলে জাতীয় পর্যায়েও নেতৃত্ব শক্তিশালী হবে না। তৃণমূলের সংস্থাগুলোয় নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজন আছে। সেখানেও গণমাধ্যমের ভূমিকা আছে। সেখানে গণতন্ত্র কতটা কাজ করছে, কতটা কাজ করছে না, এগুলো তুলে আনতে হবে।