ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।
এর আগে ১৬ নভেম্বর ছুটি কাটাতে শ্রীলঙ্কার উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই তৎপর ছিলেন। এর মধ্যে তাঁর বিদেশ সফর নিয়ে নানা আলোচনা শুরু হয়।
তবে কূটনৈতিক সূত্রে জানা যায়, পিটার হাসের ছুটিতে যাওয়ার বিষয়ে সরকার অবগত ছিল। তিনি ১৫ নভেম্বর ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে জানিয়েছিলেন। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। কারণ, এরপর ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত পররাষ্ট্রসচিবের সৌদি আরব, জর্ডান ও সুইজারল্যান্ডে সফর ছিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর-ইউএল-১৮৯) একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে পৌঁছান।