কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে স্থানীয় এক ব্যক্তির বসতবাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ছুরিকাঘাতে ফরহাদ হোসেন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত চারজন।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে আলী আকবর ডেইল ইউনিয়নের শান্তি বাজার ঘাটকুলপাড়া এলাকার মোস্তাক আহমেদ নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ আরফাতের ছেলে। তিনি মোস্তাক আহমেদের ভাতিজা।
আহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ তাহশিপ (১৮), মো. নিশাত (১৭), কোরবান আলী (১৮), মোহাম্মদ শেফায়েত (৪০), মোহাম্মদ রিয়াদ (১৯)। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিশু পাচার রোধ বিষয়ে সকালে মোস্তাক আহমেদের বাড়িতে সভার আয়োজন করে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। সভায় ৫০ জন নারী ও ৫০ জন পুরুষকে আমন্ত্রণ জানানো হয়। ইউপি সদস্য মোশারফ হোসেন সভায় উপস্থিত হয়ে জানতে চান, তাঁকে না জানিয়ে কেন সভার আয়োজন করা হয়েছে? বিষয়টি নিয়ে ওই উন্নয়ন সংস্থার কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। বেলা দুইটার দিকে সভার কয়েকজন অংশগ্রহণকারীর মধ্যে ভাতের প্যাকেট বিতরণ নিয়ে হাতাহাতি হয়। হাতাহাতির মধ্যেই ইউপি সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে ৮-১০ জন এসে মোস্তাক আহমেদের বাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে ছুরিকাঘাতে আহত অবস্থায় ফরহাদ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মোস্তাক আহমেদ বলেন, স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেনের সঙ্গে তাঁর পারিবারিক বিরোধ রয়েছে। এর জেরে কয়েক মাস আগেও তাঁর ভাতিজার ওপর হামলা চালিয়ে পা ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় মামলা করার কারণে ইউপি সদস্য মোশারফ তাঁর পরিবারের সদস্যদের হয়রানি করে আসছেন। এরই ধারাবাহিকতায় তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ফরহাদকে খুন করা হয়েছে।
অভিযুক্ত ইউপি সদস্য মোশারফের বক্তব্য জানতে তাঁর মুঠোফোন কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। জানতে চাইলে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, একটি সভায় ভাতের প্যাকেট নিয়ে হাতাহাতির মধ্যে ইউপি সদস্যের লোকজনের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের চারজন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরও বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় রাত সাড়ে আটটা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।