বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের মধ্যে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে মোট ১৩টি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
আজ সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, উল্লিখিত ২৭ ঘণ্টায় রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ, তাঁতীবাজার, বনানীর কাকলি, মিরপুর ১৩ ও ধানমন্ডির জিগাতলায় একটি করে মোট পাঁচটি বাসে আগুন দেওয়া হয়।
এ ছাড়া ঢাকার উপকণ্ঠ আমিনবাজারে একটি ট্রাক, গাজীপুরের শ্রীপুরের মাওনায় একটি কাভার্ড ভ্যান, গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ড ভ্যান, খাগড়াছড়িতে একটি কাভার্ড ভ্যান, বগুড়ার শিবগঞ্জের চণ্ডিপাড়ায় একটি ট্রাক, বরগুনার আমতলীতে একটি বাস, বরিশালের গৌরনদীর বাটাজোরে একটি কাভার্ড ভ্যান এবং নোয়াখালীর বেগমগঞ্জে একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস বলেছে, উচ্ছৃঙ্খল জনতা এসব যানবাহনে আগুন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করেন।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় দলটি।
পরে দলটির মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। গতকাল তৃতীয় দফায় দুই দিনের অবরোধ শুরু হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার অবরোধের তিন দিনে মোট ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়। আর দ্বিতীয় দফার অবরোধে আগুন দেওয়া হয় ২৩টি গাড়িতে।