২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে ঢাকাসহ সারা দেশে পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির দাবি, গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন রয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।
তবে পুলিশের পক্ষ থেকে বিএনপির আটক নেতা-কর্মীর সংখ্যার ব্যাপারে কিছু বলা হচ্ছে না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের পুলিশ গ্রেপ্তার করছে না। বিএনপির যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।
এর আগে সকালে খায়রুল কবিরকে আটকের কথা প্রথম আলোকে নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ।
২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির ১৬ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলা থেকে সাতজনকে আটক করা হয়েছে।
বিএনপি সূত্র জানায়, গতকাল রাতে চকবাজার থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাজী মো. মনিউর রহমান, একই ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান, নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ওয়ারী থানার ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা প্রদীপ আহমেদ, বংশাল থানার ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপি মোগলটুলী ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, ওয়ারী থানার ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।