রাজধানীর বাড্ডায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছর বয়সী শিশু আয়ানের মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়েরের পর আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি উপস্থাপনা করা হয়। আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী।
এর আগে গতকাল ‘লাইফ সাপোর্ট থেকে ফিরল না আয়ান: খতনা করাতে গিয়ে মৃত্যু’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ আজ রিটটি দায়ের করেন।
রিটে উল্লেখিত তথ্য অনুযায়ী, গত ৩১ ডিসেম্বর খতনার জন্য আয়ানকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার অভিভাবক। সকাল নয়টার দিকে শিশুটিকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়। তবে অনুমতি ছাড়াই ‘ফুল অ্যানেসথেসিয়া’ (জেনারেল) দিয়ে চিকিৎসক আয়ানের খাতনা করান বলে অভিযোগ করা হয়েছে। পরে জ্ঞান না ফেরায় তাকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানকার পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্র) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৭ জানুয়ারি মধ্যরাতে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ বি এম শাহজাহান আকন্দ প্রথম আলোকে বলেন, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিটটি করা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (স্বাস্থ্যসেবা) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। গত ১৫ বছরে ইউনাইটেড হাসপাতালে চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না, বিদেশি একজন পাইলট, বিশ্বব্যাংকের একজন কর্মকর্তার মাসহ অনেকে চিকিৎসায় অবহেলার কারণে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। চিকিৎসায় অবহেলার জন্য হাসপাতালটির লাইসেন্স বাতিল এবং ভুল চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।