মহিষের প্রায় ২৮ হাজার কেজি মাংস প্রকাশ্য নিলামে বিক্রির আয়োজন করেছে চট্টগ্রাম কাস্টমস। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় নিলামে তুলে বিক্রি করা হবে এই মাংস। প্রকাশ্য নিলামে যাতে প্রতিযোগিতামূলক দর পাওয়া যায়, সে জন্য রোববার বিকেলে বন্দর এলাকায় কাস্টমসের উদ্যোগে মাইকিং করা হয়।
প্রায় পাঁচ মাস আগে ভারত থেকে এক কনটেইনারে করে এই মাংস আমদানি করেছিল নারায়ণগঞ্জের ফতুল্লার এন বি ট্রেডিং। আমদানি নীতি আদেশ অনুযায়ী, মাংস আমদানিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি থাকতে হয়। তবে আমদানিকারকের ওই অনুমতি না থাকায় চালানটি খালাস করতে পারেনি। হিমায়িত কনটেইনারে থাকা চালানটি নিলামে তোলা হচ্ছে।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার মো. বদরুজ্জামান মুন্সি প্রথম আলোকে বলেন, সাধারণ নিলামে সাধারণত মাইকিং করা না হলেও প্রকাশ্য নিলামে মাইকিং করা হয়। এতে যেমন নিলামে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ে, তেমনি প্রতিযোগিতামূলক দর পাওয়ারও সুযোগ থাকে। এ জন্যই মহিষের মাংস যাতে নিলামে বিক্রি হয়, সে জন্য বন্দর এলাকার আশপাশে মাইকিং করা হয়েছে।
কাস্টমসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৭ হাজার ৯৮০ কেজি ওজনের মহিষের মাংসের সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ২ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার টাকা। সাধারণত সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের বেশি দর পাওয়া গেলে নিলামে বিক্রি করতে পারে কাস্টমস। তবে পচনশীল পণ্যের ক্ষেত্রে সর্বোচ্চ দরে বিক্রির সুযোগ রয়েছে বলে কর্মকর্তারা জানান।