বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল শাহবাগে রাস্তা বন্ধ করে চিকিৎসক সমাবেশ করেন
বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্ত পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল শাহবাগে রাস্তা বন্ধ করে চিকিৎসক সমাবেশ করেন

বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনিদের ভাতা আরও বাড়ল

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো বেসরকারি পোস্টগ্র্যাজুয়েট ট্রেইনি (প্রশিক্ষণার্থী) চিকিৎসকদের ভাতা বাড়াল সরকার। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ফলে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকেরা আগামীকাল সকাল থেকে কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা চলতি মাসের ২৩ তারিখ থেকে ৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার এবং ২০২৫–এর জুলাই থেকে আরও ৫ হাজার বাড়িয়ে ৩৫ হাজার টাকা করা হয়েছে।

চলতি মাসের ২২ তারিখ স্বাস্থ্য, শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করেন। এরপর ২৪ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রশিক্ষণার্থীদের মাসিক পারিতোষিক ভাতা ২০ শতাংশ বাড়িয়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা করা হয়। বলা হয় ২৩ ডিসেম্বর থেকে তা কার্যকর হবে। কিন্তু প্রশিক্ষণার্থী চিকিৎসকেরা তা মেনে নেননি। গতকাল রোববার তাঁরা একই দাবিতে আবারও বিক্ষোভ করেন।

আজকের জারি করা প্রজ্ঞাপনের ভাষ্য অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীরা ২৩ ডিসেম্বর থেকে ৩০ হাজার টাকা করে মাসিক পারিতোষিক ভাতা পাবেন। আর ২০২৫ সালের ১ জুলাই থেকে তা ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গতকাল বিকেলে স্বাস্থ্যবিষয়ক প্রধান উপদেষ্টার সহকারী অধ্যাপক সাইদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ট্রেইনি চিকিৎসকদের চার সদস্যের প্রতিনিধিদল। বৈঠকে জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়।