অমর একুশে বইমেলায় শুক্রবার শিশুপ্রহরে অভিভাবকদের সঙ্গে আসা তিন শিশু স্টলে বই পছন্দ করতে ব্যস্ত। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে
অমর একুশে বইমেলায় শুক্রবার শিশুপ্রহরে অভিভাবকদের সঙ্গে আসা তিন শিশু স্টলে বই পছন্দ করতে ব্যস্ত। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে

বইয়ের মেলা প্রাণের মেলা

ছুটির দিনে জমজমাট বইমেলা 

যেমন ছিল প্রত্যাশা, গতকাল শুক্রবার ছুটির দিনের বইমেলার পরিস্থিতি তেমনই ছিল। মেলার দ্বিতীয় শুক্রবারে নেমেছিল জনতার ঢল। গত ৯ দিনের মধ্যে সবচেয়ে বেশি নতুন বইও এলো মেলায়। আর বিক্রিও বেড়েছে। সব দিক থেকেই মেলা দারুণ জমে উঠেছিল গতকাল।

মেলা গতকাল শুরু হয়েছিল বেলা ১১টায়। বরাবরের মতো বেলা ১টা পর্যন্ত ছিল শিশুপ্রহর। প্রথমার্ধে মেলার পরিবেশ ছিল বেশ ছিমছাম। মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশের দক্ষিণ প্রান্তে শিশু কর্নার। শিশু আর তাদের নিয়ে আসা অভিভাবকেরা এদিকেই সময় কাটিয়েছেন বেশি। তবে দুপুরের পর থেকে মেলার পরিবেশ বদলে যায়। ছুটির দিনে দলে দলে মানুষ সেজেগুজে মেলায় আসতে থাকেন। বিশেষ করে নারীদের অধিকাংশই শাড়ি পরেছিলেন। শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কের ফুটপাতে মৌসুমি ফুল দিয়ে তৈরি করা রিং নিয়ে হাজির ছিলেন বিক্রেতারা। সেই রিং মাথায় দিয়ে বাঁ হাত ও খোঁপায় গাঁদা-বেলির মালা জড়িয়ে মেলায় প্রবেশ করেছেন নারীদের অনেকে।

ছুটির দিনে বিকেল চারটা থেকেই টিএসসি এলাকায় যানবাহনের গতি মন্থর হয়ে পড়ে। ক্রমেই তীব্র হয়ে ওঠে যানজট। এর প্রভাব পড়ে উত্তরে শাহবাগ ও পশ্চিমে নীলক্ষেত মোড় পর্যন্ত। মেলায় আসা যাত্রীদের নামিয়ে রিকশাগুলো রাজু ভাস্কর্য, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, শহীদ মিলন স্মৃতিসৌধ—এসব এলাকায় জটলা করে অপেক্ষা করতে থাকে। ট্রাফিক পুলিশ মাঝেমধে৵ রিকশাগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও সন্ধ্যার দিকে যখন মিছিলের মতো দল বেঁধে মানুষ মেলায় আসতে থাকেন, তখন সেই জনস্রোত, রিকশা, মোটরসাইকেল, মোটরগাড়ি মিলে এক ভয়ানক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাতে দুর্ভোগে পড়তে হয় মেলার মানুষদের।

পাণ্ডুলিপি হতে হবে সুসম্পাদিত

আমাদের প্রকাশনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিতে হলে বই সুসম্পাদিত হতে হবে বলে মন্তব্য করলেন জনপ্রিয় কথাশিল্পী মোশতাক আহমেদ। দেশের থ্রিলার ধারার উপন্যাস ও বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক মোশতাক আহমেদকে গতকাল অনিন্দ্য প্রকাশের স্টলের সামনে ক্রেতাদের অনুরোধে তাঁর বইতে অটোগ্রাফ দিতে দেখা গেল। তিনি বলেন, বিদেশে কোনো লেখকের পাণ্ডুলিপি সম্পাদনা ছাড়া প্রকাশিত হয় না। পাণ্ডুলিপিতে ব্যাকরণ, বাক্যগঠন বা বানানের ত্রুটি থাকতে পারে। তা ছাড়া অনেক সময় অনেক বাড়তি অংশ থাকে, যা লেখক নিজে বাদ দিতে পারেন না। এসব ত্রুটি শোধন করে ঘষেমেজে পাণ্ডুলিপি সুসম্পাদিত করে বই আকারে প্রকাশ করা হয়। আমাদের এখানে হাতে গোনা দু–একটি প্রকাশনা প্রতিষ্ঠান ছাড়া আর কারও নিজস্ব সম্পাদনা পর্ষদ নেই। সে কারণে সার্বিকভাবে বইয়ের মান বাড়ছে না। প্রকাশকদের অবশ্যই একটি নিজস্ব সম্পাদনা পর্ষদ থাকা উচিত। তিনি জানান, এবার গোয়েন্দা কাহিনি রূপার সিন্দুক, বৈজ্ঞানিক কল্পকাহিনি দ্য নিউ ওয়ার্ল্ড, ভৌতিক কাহিনি মৃত্যুবাড়িসহ চারটি বই এসেছে অনিন্দ্য থেকে।

মেলায় বিক্রি নিয়ে প্রকাশকেরা বেশ সন্তুষ্ট। অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বললেন, আজ মেলার পরিবেশ দেখে মনে হচ্ছে, এই ধারাটা এবার শেষ পর্যন্ত অব্যাহত থাকবে। শুরু থেকে বিক্রি বেশ ভালো হয়েছে। লোকসমাগম বৃদ্ধিতে মেট্রোরেলের একটা প্রভাব রয়েছে। তবে মেলার ব্যবস্থাপনা এবার বেশ দুর্বল। অবকাঠামো তৈরি শেষ করতে লম্বা সময় লেগেছে। আজও মাঠে পর্যাপ্ত পানি দেওয়া হয়নি। ধুলায় ভরে গেছে। আলোর স্বল্পতা, পরিচ্ছন্নতার অভাব আছে। ঢিলেঢালা ব্যবস্থাপনা। অনেকটা যেন অভিভাবকহীন হয়ে পড়েছে মেলা। একই সঙ্গে তিনি মেলার সামনের সড়কে ও প্রবেশপথগুলোর সামনে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেন, ছুটির দিনে ভিড় বাড়বে তা জানা কথা, কিন্তু জনদুর্ভোগ কমানোর তাগিদ নেই।

নতুন বই

এবার মেলায় প্রথম নতুন বইয়ের প্রকাশ এক দিনে ১০০ ছাড়াল। গতকাল তথ্যকেন্দ্র ১৭১টি নতুন বইয়ের তালিকা দিয়েছে। প্রথমার স্টলে নতুন এসেছে মাসউদ আহমাদের উপন্যাস মুনিয়ার অসুখ। স্টলে ছিল উপচেপড়া ভিড়। ব্যবস্থাপক জাকির হোসেন জানান, মুহাম্মদ হাবিবুর রহমানের ‘সরল বাংলায় অনূদিত কোরানশরিফ’ প্রচুর বিক্রি হয়েছে। তা ছাড়া আরভিং স্টোনের লেখা অদ্বৈত মল্লবর্মণ অনূদিত ডাচশিল্পী ভ্যান গঘের জীবনীভিত্তিক উপন্যাস জীবন-তৃষা, লুনা রুশদির উপন্যাস আর জনমে, গওহর নঈম ওয়ারা সংকলিত ও সম্পাদিত স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন, ডিউক জন রূপান্তরিত হেনিং ম্যাঙ্কেলের কিশোর থ্রিলার মরা মানুষের হাত বইগুলোর চাহিদা ছিল বেশি। সন্ধ্যায় প্রথমার স্টলে এসেছিলেন কথাসাহিত্যিক আসিফ নজরুল। তাঁর নতুন উপন্যাস আমি আবু বকর–এ অটোগ্রাফ দিয়েছেন ক্রেতাদের অনুরোধে।

মেলার অন্য নতুন বইয়ের মধ্যে কথাপ্রকাশ এনেছে বেগম আক্তার কামালের গবেষণা প্রবন্ধ কবির উপন্যাস, অ্যাডর্ন এনেছে নাজমুল আহসান শেখের রাজনৈতিক প্রবন্ধ বাংলাদেশের অভ্যুদয়: সিরাজুল আলম খান, নিউক্লিয়াসের পোস্টমর্টেম; সুবর্ণ এনেছে হাসান মাহমুদের প্রবন্ধ সাম্প্রদায়িকতা: ব্যক্তি, সংগঠন ও রাষ্ট্র, গ্রন্থিক এনেছে মহিউদ্দিন আহমদের একদলীয় সরকার যেভাবে এলো, আদর্শ এনেছে রোমেল রহমানের ভিন্ন ধাঁচের রম্য বাঘ, সাহিত্য প্রকাশ এনেছে শামীমা আক্তারের দর্শনবিষয়ক তুলনামূলক ধর্ম, ঐতিহ্য এনেছে নতুন সংস্করণে রফিক আজাদের কাব্য চুনিয়া আমার আর্কেডিয়া, জাকির তালুকদারের প্রবন্ধ ব্যক্তিগত পাঠশালা এনেছে পুঁথিনিলয়।

আজ শনিবারও মেলা খুলবে বেলা ১১টায়, চলবে রাত নয়টা পর্যন্ত।  

বলকানের তুর্কি হামাম

প্রথমা প্রকাশন গতকাল এনেছে মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি বলকানের তুর্কি হামাম। লেখক ধর্মীয় সহিষ্ণুতাবিষয়ক সম্মেলনে অংশ নিয়ে কিছুদিন বাস করেছিলেন বলকান অঞ্চলের ছোট্ট দেশ মেসিডোনিয়ার রাজধানী স্কোপিয়ায়। অবসরে তিনি ঘুরেছেন নগরীর বাইজেনটাইন যুগে নির্মিত কেল্লা, তুর্কি জমানার বাজার। দেখেছেন কামাল আতাতুর্কের স্মৃতিবিজড়িত সামরিক বিদ্যালয় এবং তাঁর প্রেমিকা বলে খ্যাত এলেনি কারিনতের পৈতৃক নিবাস। আলেক্সান্ডার দ্য গ্রেটের পিতা রাজা ফিলিপের শাসনামলে নির্মিত পুরাতাত্ত্বিক স্থান। কাজমাকচালান পর্বতসংলগ্ন উপত্যকার একাধিক হামামের উষ্ণ জলে অবগাহনের অভিজ্ঞতা এ ভ্রমণবৃত্তান্তকে ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে।