সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ জুন, রোববার। গতকাল শনিবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সৌম্য সরকার: ০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+০‍+...

শ্রীলঙ্কার বিপক্ষে আজ ০ রানে আউট হওয়ার পর সৌম্য সরকার। তাঁর হতাশাক্লিষ্ট মুখের দিকে তাকানো যাচ্ছিল না
আইসিসি

সৌম্য সরকার ঠিক কী দিয়ে নিজেকে প্রবোধ দেবেন? বাংলাদেশি ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স স্টার্লিংয়ের প্রায় অর্ধেক। ম্যাচ এবং ইনিংসের সংখ্যায়ও প্রায় অর্ধেক। কিন্তু ০ রানে আউট হওয়ায় সৌম্য ও স্টার্লিং এখন সমানে সমান। অর্থাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চসংখ্যকবার ০ রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ড এখন সৌম্যরও। স্টার্লিং হাঁপ ছেড়ে বাঁচতে পারেন এই ভেবে, যাকগে অন্তত একজন সঙ্গী তো মিলল! একা একা কত দিন আর শূন্যের কণ্টকাকীর্ণ মুকুট পরে থাকা সম্ভব! স্টার্লিং তাই সৌম্যকে একটা ধন্যবাদ জানাতেই পারেন।
বিস্তারিত পড়ুন ...

সিপিডি-টিআইবি কী বলল, তাতে মাথাব্যথা নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অপ্রদর্শিত অর্থ ব্যাংকে আনার ব্যবস্থা করছি। ব্যাংকে এলে করের সুবিধা আরও বাড়বে।’ তিনি বলেন, ‘এখন সিপিডি কী বলল, টিআইবি কী বলল, সুজন কী বলল—এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলে। কথার সঙ্গে তাদের বাস্তব কর্মকাণ্ডে মিল নেই।’
বিস্তারিত পড়ুন...

বেনজীর, এমপিদের চক্র ও নতুন জমিদারদের সম্পদবাসনা

বেনজীর আহমেদ

মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী স্যামুয়েল হান্টিংটন পুঁজিবাদী ব্যবস্থা উজ্জীবিত রাখতে স্বল্পমাত্রায় দুর্নীতির পক্ষে একবার ওকালতি করেছিলেন। বলা বাহুল্য, তাঁর এই বেফাঁস পরামর্শ নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে।
বিস্তারিত পড়ুন...

মুসলমান সংরক্ষণ প্রশ্নে টিডিপি অনড়, কী করবে বিজেপি

মুসলমানদের জন্য সংরক্ষণব্যবস্থার পরিবর্তন না ঘটানোর ঘোষণা দিয়েছেন লোকেশ নাইডু (বামে)

ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে মুসলমানদের জন্য শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণব্যবস্থার কোনো রকম পরিবর্তন ঘটানো হবে না। তেলেগু দেশম পার্টির (টিডিপি) সাধারণ সম্পাদক ও ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ছেলে লোকেশ নাইডু স্পষ্টভাবে সে কথা জানিয়ে দিয়েছেন।
বিস্তারিত পড়ুন...

মিমকে ধরে পরী বললেন, ‘আমি সরি, ওসব কথা মনে রাইখো না’

পরীমনি–মিম

এত দিন পরীমনিকেও এড়িয়ে চলেছেন মিম। এই দীর্ঘ সময়ে কোথাও একসঙ্গে দেখাও যায়নি তাঁদের দুজনকে। তবে গত শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন শোতে অন্য রকম চিত্র দেখা গেল। অনুষ্ঠান মঞ্চের পেছনে মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরীমনিকে। ঘটনা কী?
বিস্তারিত পড়ুন...