২১ আগস্ট গ্রেনেড হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন যাঁরা

‘৬-৭টি স্প্লিন্টার খুব যন্ত্রণা দেয়’

শাহানারা ইয়াসমিন
শাহানারা ইয়াসমিন

মাথা আর পিঠ ছাড়া গোটা শরীরে স্প্লিন্টার ঢুকেছে। দেশ-বিদেশে মোট ১২ বার অস্ত্রোপচার হয়েছে। তবে সব বের করা যায়নি। ডান হাত ও দুই পায়ের হাড়ের সঙ্গে লেগে আছে স্প্লিন্টার। বুকের বাঁ পাশেও আছে একটি। ছয়-সাতটি স্প্লিন্টার খুব যন্ত্রণা দেয়। তবে শরীরের বিভিন্ন অংশে থাকা স্প্লিন্টারগুলো নিয়ে ততটা অসুবিধা হয় না।

প্রথম আলোকে কথাগুলো বলেছেন সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী শাহানারা ইয়াসমিন। তিনি ১৯ বছর ধরে এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় স্প্লিন্টারবিদ্ধ হন তিনি।

কাজী শাহানারা ইয়াসমিন জানালেন, সেদিন মঞ্চ হিসেবে ব্যবহৃত ট্রাক ধরে দাঁড়িয়ে ছিলেন। গ্রেনেড হামলার পর আর কিছু মনে করতে পারেননি। তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই তাঁকে প্যাডেলচালিত ভ্যানে করে নিয়ে যাওয়া হয় শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই হয় প্রথম অস্ত্রোপচার।

শাহানারা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, দেশে ২টি ও ভারতে ১০টি অস্ত্রোপচার হয়েছে। সব খরচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করেছেন। এর বাইরে ১৫ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করে দিয়েছেন। তাঁর মতো গ্রেনেড হামলায় আহত সবাইকে সহায়তা করেছেন প্রধানমন্ত্রী। আহত ব্যক্তিদের অনেকে ইতিমধ্যে ফ্ল্যাট পেয়েছেন, তিনিও সামনে পাবেন নিশ্চয়ই।

বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহানারা ইয়াসমিন। তিনি বলেন, এত বছর পার হয়েছে, এখনো খুব বেশি হাঁটতে পারেন না। রোদে যেতে পারেন না, আগুনের কাছে যেতে পারেন না। শরীর গরম থাকে সব সময়। একটু পরিশ্রম করলেই শরীরে জ্বর চলে আসে।