বিজ্ঞাপন বার্তা

টিভি থাকুক যত্নে, আপনি থাকুন নিশ্চিন্ত


যত্ন করলে যেকোনো যন্ত্র দীর্ঘদিন ব্যবহার করা যায়। ইলেকট্রিক পণ্য টেলিভিশন ভালো রাখতে এবং দীর্ঘদিন ব্যবহার করতেও নিতে হবে নিয়মিত ও বিশেষ যত্ন। কিন্তু কীভাবে?

এ ব্যাপারে সিঙ্গার বাংলাদেশের পণ্য ব্যবস্থাপক মো. জাহিদুল হাসান বলেন, ‘বর্তমানে চলছে বৃষ্টির সময়। এ সময় বজ্রপাত বেশি হয়। টেলিভিশনের সবচেয়ে বেশি ক্ষতি হয় বজ্রপাত ও বৈদ্যুতিক গোলযোগের কারণে। তাই বজ্রপাতের সময় টিভির বৈদ্যুতিক লাইন খুলে রাখা উচিত। শুধু সুইচ বন্ধ করে রাখলেও অনেক সময় বজ্রপাতে ক্ষতি হতে পারে। তাই ঝড়বৃষ্টির সময় বিদ্যুৎ-সংযোগের প্লাগ খুলে রাখতে হবে। এ ছাড়া যাদের টিভিতে কেব্‌ল সংযোগ আছে, বজ্রপাতের সময় সেটিও খুলে ফেলতে হবে। তাহলেই নিরাপদ থাকবে আপনার প্রিয় টেলিভিশনটি।’

এ ছাড়া টেলিভিশন ভালো রাখার জন্য আরও কিছু টিপস দিয়েছেন মো. জাহিদুল হাসান। যেমন—

• বায়ু চলাচল করতে পারে এমন জায়গায় টেলিভিশন রাখা উচিত। আঁটসাঁট জায়গায় রাখলে তা টিভিকে ওভার হিট করার কারণ হতে পারে। তবে এমন স্থানে অবশ্যই রাখা যাবে না, যেখানে অনেক বেশি ধুলাবালু বা বৃষ্টির পানি আসতে পারে। অতিরিক্ত ধুলাবালু বা বৃষ্টির পানিতে টেলিভিশন দ্রুত নষ্ট হয়ে যায়। সরাসরি সূর্যের আলো আসে এমন স্থানেও টিভি রাখা উচিত নয়।

• টেলিভিশন নিয়মিত পরিষ্কার করা উচিত। তবে পরিষ্কার করার সময় অবশ্যই বিদ্যুতের সংযোগ খুলে রাখুন। বিদ্যুতের সংযোগ দেওয়া অবস্থা কখনোই টিভি পরিষ্কার করা উচিত নয়। এতে টিভির বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে।  প্রতিবার টিভি পরিষ্কার করার আগে অবশ্যই আনপ্লাগ করে নেবেন।

• টেলিভিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্ক্রিন বা পর্দা। টিভি স্ক্রিনের যেহেতু কাভার নেই, ফলে সেখানে নিয়মিত ধুলা জমে। তাই কিছুদিন পরপর স্ক্রিন পরিষ্কার করে নিতে হবে। এই কাজ করতে গিয়ে একটু বাড়তি সতর্ক না হলে স্ক্রিনের ক্ষতি হতে পারে। একটু জোরে চাপ পড়লে স্ক্রিনে দাগ পড়ে যায়। তাই স্ক্রিন পরিষ্কারের ক্ষেত্রে মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করতে হবে। এ ধরনের কাপড় বেশ নরম হয় বলে তা দিয়ে যেকোনো ধরনের টিভি স্ক্রিন পরিষ্কার করা সহজ। এতে টিভি স্ক্রিনে দাগ পড়া বা ক্ষতির আশঙ্কা থাকে না। টিভি স্ক্রিন পরিষ্কার করতে পেপার টাওয়েল, টিস্যু পেপার বা শক্ত ধরনের কাপড় ব্যবহার করা ঠিক নয়।

• টিভি স্ক্রিন পরিষ্কার করার জন্য সরাসরি কোনো লিকুইড স্প্রে করবেন না। এ ক্ষেত্রে কাপড়ে অল্প স্প্রে করে স্ক্রিনটা আলতো করে পরিষ্কার করে নিতে হবে। স্ক্রিনের প্রতিটি কোনায় থাকা ময়লাগুলো কাপড়ের সাহায্যে পরিষ্কার করা যায় না। এ ক্ষেত্রে কটনবাড কিংবা নরম ব্রাশ ব্যবহার করা যেতে পারে। স্ক্রিনের ওপর-নিচ ও আড়াআড়ি একবার মোছার পর আবারও মুছতে হবে। লিকুইড দিয়ে মোছার পর আবার শুকনা কাপড় দিয়ে স্ক্রিনটা মুছতে হবে।

• টিভি পরিষ্কার করার সময় টিভির রিমোটটাও পরিষ্কার করে নিতে পারেন। রিমোট পরিষ্কার করার সময় এর ব্যাটারি আগে খুলে নিতে হবে। ক্লিনারে তুলা ভিজিয়ে হালকা করে রিমোটের বাটনগুলোতে ঘষতে হবে। এতে ময়লা পরিষ্কার না হলে একটি টুথপিক বা পুরোনো টুথব্রাশ দিয়ে রিমোটের বাটন থেকে শক্ত ময়লা দূর করতে হবে। ক্লিনার দিয়ে হালকা ভেজা তুলা বা মাইক্রো ফাইবার দিয়ে রিমোটের চারপাশ পরিষ্কার করে নিতে পারেন। ব্যাটারি লাগিয়ে ব্যবহার করার আগে রিমোটটা বাতাসে শুকিয়ে নিন। চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন ক্লিনার। এ ক্ষেত্রে এক কাপ পানিতে এক কাপ ভিনেগার দিলেই ক্লিনার তৈরি হয়ে যাবে।

• সাধারণত শোরুমে অনেক বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়। তাই দেখানোর সময় টিভির উজ্জ্বলতাও বাড়ানো থাকে। দেখেশুনে টিভি কেনার পর বাসায় এসে উজ্জ্বলতা কমিয়ে নেবেন। অতিরিক্ত উজ্জ্বলতা সব ধরনের টেলিভিশনের দীর্ঘ মেয়াদকে নষ্ট করে দেয়।