যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন জি রবার্টসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৈঠকে দুই দেশের বিচার বিভাগের মধ্যে দ্বিপক্ষীয় পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৭ মার্চ সকাল ৯টায় শুরু হয়ে ২০ মিনিটের বেশি সময় ধরে এ বৈঠক চলে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে দেশটির প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের কোনো প্রধান বিচারপতির এটিই প্রথম বৈঠক—এমনটিই বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান উভয় দেশের বিচার বিভাগের দ্বিপক্ষীয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করলে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি তাতে তাঁর অকুণ্ঠ সমর্থন ও অঙ্গীকার ব্যক্ত করেন। এতে ফলপ্রসূ যোগাযোগের মাধ্যমে দুই দেশের বিচার বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তাতে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি ইতিবাচক সাড়া দেন। সুবিধামতো সময়ে তিনি বাংলাদেশে সফর করবেন বলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে জানান। এ সময় বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ।
পরে বাংলাদেশের প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির আদালতের কার্যপ্রণালি পর্যবেক্ষণ করেন। বিচার অধিবেশনের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি শেখ হাসান আরিফকে উপস্থিত অন্য বিচারপতি ও আইনজীবীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সাদর সম্ভাষণ জানান।