অস্ট্রেলিয়ার সিডনিতে বিদ্যালয়ের লিফটের নিচে চাপা পড়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিশুর মৃত্যু হয়েছে। সিডনির ওয়ারুঙ্গা এলাকায় সেন্ট লুসি স্কুলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশুটির নাম সানাদ শাহরিয়ার (১০)। প্রাথমিকভাবে পুলিশ জানায়, ১ নভেম্বর বেলা দুইটার দিকে বিদ্যালয়ের একটি ভবনের লিফটের নিচে আটকা পড়ে সানাদ। এরপর জরুরি সেবায় ফোন করা হলে উদ্ধারকারী দল বিকেলে অভিযান চালায়। তবে তাকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলেই সে মারা যায়।
সানাদ শাহরিয়ার অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রকৌশলী হাসান শাহরিয়ার ও চিকিৎসক ইয়াসমিনের একমাত্র ছেলে। দুর্ঘটনার আধা ঘণ্টার মধ্যেই সানাদের বাবা ও মাকে খবর দেওয়া হয়েছিল। সানাদ কীভাবে বিদ্যালয়ের লিফটের নিচে আটকা পড়েছে, তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশ।
জানা গেছে, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বিশেষায়িত এ বিদ্যালয়টির ১৯৭০ সালে নির্মিত একটি ভবনের উন্নয়নের জন্য তহবিল সংগ্রহের কাজ চলছিল। দুর্ঘটনার পরপরই বিদ্যালয়টিতে অবস্থানরত ২৭০ শিশুসহ লকডাউন করে দেওয়া হয়েছিল। এরপর তদন্তের স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়।
শিশু সানাদের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। একই সঙ্গে শোকের ছায়া পড়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যেও। এদিকে সানাদের বিদ্যালয়ের প্রধান ডেভিড রাফায়েল অভিভাবকদের স্কুল বন্ধের নোটিশ জারি করা চিঠিতে বলেন, ‘সানাদের পরিবার, বন্ধুদের, বিদ্যালয় কমিউনিটি ও অন্যদের প্রতি সানাদের মতো সুন্দর শিশুকে হারানোর জন্য আমাদের প্রার্থনা ও সহমর্মিতা রয়েছে।’
এ ছাড়া অস্ট্রেলিয়ার প্রায় সব জাতীয় পত্রিকার শিরোনামে ছিল সানাদের মর্মান্তিক মৃত্যুর খবর।