বান্দরবানের লামা উপজেলায় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। আজ সোমবার বিকেলে চেরাগী পাহাড় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেছেন, এক বছর ধরে লামার ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের ৪০০ একর ভূমি দখলের চেষ্টা চালাচ্ছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ। আগের হামলার বিচার না হওয়ায় নতুন করে এ ঘটনা ঘটিয়েছে তারা।
হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের সহযোগিতায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পিসিপি নেতা সুদেব চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি উচিং শৈ চাক, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ রোববার রাতে লামার রেংয়েন ম্রো পাড়ায় হামলা করে। লুটপাটের পাশাপাশি সাতটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে গত বছর একই ভাবে ভাঙচুর ও হামলা চালায়।
প্রশাসন ভূমিদসু৵দের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটানোর সাহস পাচ্ছে। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন তাঁরা।
সমাবেশের আগে চেরাগী পাহাড় থেকে একটি মিছিল বের করা হয়।