ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি তিন নারীকে গ্রেপ্তার করেছে আগরতলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে আগরতলা রেলস্টেশন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এক বিবৃতিতে ভারতের রেলওয়ে পুলিশ এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার তিন নারী হলেন সাতক্ষীরার হোসনে আরা (২৬), নড়াইলের কুলসুম বেগম (২২) ও চট্টগ্রামের স্বপ্না আক্তার (১৯)। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। আগরতলা থেকে ট্রেনে করে ভারত ভ্রমণের পরিকল্পনা ছিল তাঁদের।
বিবৃতিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলওয়ে পুলিশ (জিআরপি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) এই অভিযান পরিচালনা করে।
আগরতলা রেলস্টেশনে নারী কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসা করছেন। কর্তৃপক্ষ মনে করছে, তাঁদের সঙ্গে জড়িত আরও অনেককে গ্রেপ্তার করা হতে পারে।
এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আগরতলা জিআরপি স্টেশনে একটি মামলা হয়েছে।