ধানের বাম্পার ফলন হওয়ার পরও চালের মূল্যবৃদ্ধির কারণ বের করতে কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির পক্ষ থেকে বলা হয়, দেশে ধানের বাম্পার ফলন হওয়ার পরও চালের দাম সে অনুযায়ী কমছে না, বরং চালের দাম বাড়ছে। চালের এই মূল্যবৃদ্ধির সঙ্গে কারা জড়িত, সেটা খুঁজে বের করতে হবে। পরে কমিটি ওই সুপারিশ করে।
বৈঠকে স্বল্পমেয়াদি জাতের ধান উদ্ভাবনের মাধ্যমে বছরে তিনটি ফসল উৎপাদন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সব অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনা এবং বসতবাড়িতে শাকসবজি চাষ বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি। বৈঠকে বোরো ধানের উৎপাদনের পাশাপাশি পাম, সূর্যমুখী, শর্ষে ও সয়াবিনের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ইমাজ উদ্দিন, মামুনুর রশীদ, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম ও হোসনে আরা বৈঠকে অংশ নেন।