সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। গতকালের মতো আজকেও আলোচিত খবর ছিল ভারতের লোকসভা নির্বাচন সংক্রান্ত সংবাদগুলো। পাশাপাশি ড.মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরেও পাঠকের বেশ আগ্রহ ছিল। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন শপথ নিতে পারেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ছবি: এএফপি

নরেন্দ্র মোদি টানা তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ৮ জুন শপথ নিতে পারেন। সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য জোটের ওপর নির্ভর করতে হবে। বিস্তারিত পড়ুন...

ভোটকক্ষে যাওয়ার পর সবাই বললেন, ‘এই ভোটার আইছে, ভোটার আইছে’

বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনে সরারচর এলাকার আশিনল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র। আজ বুধবার বেলা আড়াইটার দিকে

ভোটারদের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষার পর যখন একজন ভোটার কেন্দ্রের কক্ষে উপস্থিত হন, তখন ভোট গ্রহণের দায়িত্বে থাকা লোকজন উচ্চ কণ্ঠে বলে ওঠেন, ‘এই ভোটার আইছে, ভোটার আইছে।’ আজ বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোটকেন্দ্রের একটি কক্ষে এমন ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন...

শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে: ইউনূসের মামলা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ঢাকার আদালতে চলা মামলার প্রসঙ্গটি উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। ওয়াশিংটনের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। মিলার বলেন, শ্রম ও দুর্নীতিবিরোধী আইনের অপব্যবহার বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিস্তারিত পড়ুন...

ভারতের লোকসভা নির্বাচনে তারকাদের মধ্যে কে জিতলেন, কে হারলেন

ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ী তারকাদের কয়েকজন। কোলাজ

২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল এসে গেছে। প্রতিবারের মতো এবারের নির্বাচনে একঝাঁক তারকা লড়েছিলেন। তাঁদের মধ্যে কেউ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, আবার কেউবা হার মেনেছেন। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকা জয়ী হয়েছেন। আর কোন কোন তারকা নির্বাচনী ময়দানে পরাজিত হয়েছেন। বিস্তারিত পড়ুন...

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল থেকে বাদ পড়ছেন কোন ৩ জন

আর্জেন্টিনার অনুশীলনে মেসি–দি পলরা

কোপা আমেরিকা সমানে রেখে জোর প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা। মায়ামিতে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির মাঠে কোচ লিওনেল স্কালোনির অধীন এরই মধ্যে অনুশীলন করেছে স্কোয়াডে থাকা বেশির ভাগ খেলোয়াড়। মূল লক্ষ্য কোপা আমেরিকা হলেও আর্জেন্টিনাকে চোখ রাখতে হচ্ছে এর আগের দুটি প্রীতি ম্যাচের ওপর বিস্তারিত পড়ুন...