প্রতিষ্ঠার ৩৩তম বার্ষিকী উদ্যাপন করল বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন শিক্ষক–শিক্ষার্থীরা।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু অনুষ্ঠান। এর উদ্বোধন করেন উপাচার্য আবদুর রব। পরে আইইউবিএটির প্রতিষ্ঠাতা এম আলিমউল্যা মিয়ানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ–উপাচার্য মোহাম্মদ মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ সেলিনা নার্গিস, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক ডিনসহ অন্যান্য বিভাগের অধ্যাপকেরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আইইউবিএটি যাত্রা শুরু করে ১৯৯১ সালে। উত্তরায় নিজস্ব ক্যাম্পাস আছে বিশ্ববিদ্যালয়টির। আইইউবিএটির ছয় অনুষদে দেশি–বিদেশি মিলিয়ে বর্তমানে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।