বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম
বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নির্বাচন

সভাপতি হলেন মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও সার্জারি অনুষদের ডিন মোহাম্মদ হোসেন আবারও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সভাপতি নির্বাচিত হয়েছেন। সংগঠনটির নতুন সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম।

গতকাল শনিবার বিএসএমএমইউয়ের নিউরোসার্জারি বিভাগের লেকচার হলে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২৮ নিউরোসার্জন এই নির্বাচনে সরাসরি ভোট দেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান।

সভাপতি পদে মোহাম্মদ হোসেন ১২৬টি ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনক কান্তি বড়ুয়া পেয়েছেন ৯৯টি ভোট। জয়ের পর মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা দিতে জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করবেন তিনি। এ ছাড়া মস্তিষ্ক, মেরুদণ্ডে আঘাত পাওয়া ও স্ট্রোকে আক্রান্ত রোগীদের জরুরি অস্ত্রোপচারের জন্য পদ সৃষ্টিতে কাজ করবেন।