সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২৮ মার্চ, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার সকালে
 ছবি : আসাদুজ্জামান

২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। গতকাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন। বিস্তারিত পড়ুন...

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি

জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক পার্টি
ছবি : প্রথম আলো

জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু নির্বাহী আদেশের বদলে তারা চায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগে আপাতত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় দলটি। এই দাবিতে তারা কর্মসূচি পালন করে যাবে।বিস্তারিত পড়ুন...

‘জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়া’য় ঢেকে রাখা হলো মুক্তিযুদ্ধের ম্যুরাল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন ঢেকে রাখা লালমনিরহাট মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক মঞ্চের ম্যুরাল।

লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালে ফুটিয়ে তোলা হয়েছে, বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয়, ৭১–এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা, সাতজন বীরশ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি। বিস্তারিত পড়ুন...

ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার প্রশ্নের মুখে এনসিপি নেতা সারজিস

এনসিপি নেতা সারজিস আলমের সঙ্গে বিএনপি নেতা মতিউর রহমানের বাগ্‌বিতণ্ডা। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ চত্বরে

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। গতকাল দুপুরে অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাগ্‌বিতণ্ডায় জড়ান এই দুই নেতা। বিস্তারিত পড়ুন...

তামিম ইকবাল কি আবার ক্রিকেটে ফিরতে পারবেন

তামিম ইকবাল

বিকেএসপিতে খেলতে গিয়ে গত সোমবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া তামিম ইকবাল এখন ভালো আছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে তাঁকে। সেখানে দুই-এক দিন পর্যবেক্ষণের পর হয়তো ফিরতে পারবেন নিজ বাড়িতে। বিস্তারিত পড়ুন...