সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ। শনিবার বিকেলে উপজেলার কদমরসুল এলাকায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীমা অক্সিজেন লিমিটেড প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কমিটিকে কবে প্রতিবেদন দিতে হবে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা হয়নি।

জেলা প্রশাসন সূত্র জানায়, তদন্ত কমিটির প্রধান থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। আর সদস্য হিসেবে থাকবেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিস্ফোরক পরিদপ্তরের একজন করে প্রতিনিধি।

সীতাকুণ্ডের কদমরসুলে আজ বিকেলে বিস্ফোরণে অক্সিজেন কারখানাটি লন্ডভন্ড হয়ে গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে আশপাশের কয়েক কিলোমিটার দূর থেকেও। বিস্ফোরণে এ পর্যন্ত পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।