মো. জসীম উদ্দিন
মো. জসীম উদ্দিন

পররাষ্ট্রসচিবের দায়িত্ব নিলেন মো. জসীম উদ্দিন

নতুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. জসীম উদ্দিন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের এই কর্মকর্তা দেশের ২৭তম পররাষ্ট্রসচিব হিসেবে আজ রোববার সকালে দায়িত্ব গ্রহণ করেন।

পেশাদার কূটনীতিক জসীম উদ্দিন সর্বশেষ চীনের বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কূটনীতিক জসীম উদ্দিন ১৯৯৪ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।

জসীম উদ্দিন চীনের আগে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার আগে জসীম উদ্দিন ওয়াশিংটন ও ইসলামাবাদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি দিল্লি ও টোকিওতে বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

জসীম উদ্দিন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগে মহাপরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পরে তিনি যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এ ছাড়া তিনি ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে এক বছরব্যাপী কোর্সে অংশ নেন।