কারিগরি ত্রুটিতে ৪০ মিনিট দেরিতে ছাড়ল মেট্রোরেল। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।
মেট্রোরেল ছাড়তে দেরির বিষয়টি নিয়ে সকালে ট্রাফিক অ্যালার্ট নামের একটি ফেসবুক গ্রুপে মন্তব্য করেন মোহাম্মদ মাহমুদ নামের এক ব্যক্তি। তিনি লিখেছেন, ‘৪০ মিনিট ধরে উত্তরার দিকের ট্রেনের জন্য অপেক্ষা করছি।’
নিজের পোস্টে মেট্রোরেল স্টেশনের একটি ছবিও জুড়ে দেন মাহমুদ।
বিষয়টি নিয়ে জানতে চাইলে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগের দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সিগন্যাল ড্রপ (বিচ্ছিন্ন) হয়ে সমস্যাটি হয়েছিল। পরে বন্ধ করে আবার ব্যবস্থাটি চালু হয়েছে। পুরো ব্যবস্থা একবার বন্ধ করে চালু করতে ৪০ মিনিটের মতো লাগে।
উল্লেখ্য, মেট্রোরেল স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলে।
ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে এখন মেট্রোরেল চলাচল করছে। দেশের প্রথম এই মেট্রোরেল ব্যবস্থা গত ২৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। শুরুতে কয়েকটি স্টেশনে মেট্রোরেল থামত। এখন স্টেশনসংখ্যা বেড়েছে। চলাচলের সময়ও বেড়েছে।
ডিএমটিসিএলের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করে। শুক্রবার সাপ্তাহিক ছুটি।
এখন যাত্রীদের যাতায়াতে বড় মাধ্যম হয়ে উঠছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পথে নিয়মিত যাতায়াতকারী মো. শাজাহান প্রথম আলোকে বলেন, সকালে বেশ ভিড় দেখেন তিনি।
ফেসবুকে মাহমুদের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ কেউ এ নিয়ে ঠাট্টাও করেন। একজন লিখেছেন, ‘মেট্রোরেল যানজটে পড়েছে মনে হয়।’ আরেকজন ঠাট্টা করে লেখেন, ‘হতে পারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট ধরেছে।’
অবশ্য মোক্তাদির সিফাত নামের এক ব্যক্তি লেখেন, ‘প্রতিদিন তো যথাসময়ে মেট্রোরেল সেবা দেয়। একদিন একটু ঝামেলা হতেই পারে।’